সেকেণ্ড
[শে.কেন্ড্]
[se.kenɖ]
ইংরেজি
Second>বাংলা
সেকেন্ড।
আম্তর্জাতিক সময় এককের মূল একক। সিজিয়াম ১৩৩ (caesium
133)
পরমাণুর নির্দিষ্ট দুই কক্ষের ভিতর ইলেক্ট্রন স্থানান্তরের সময় যে বিকিরণ ঘটে, তার
পর্যায়কালের ৯,১৯২,৬৩১,৭৭০ গুণ সময়কে ১ সেকেণ্ড বলা হয়। এর আন্তর্জাতিক একক =s।
সেকেণ্ডকে আদর্শ ধরে যে সব সময় এককগুলো নির্ধারিত হয়েছে, সেগুলো হলো−
সেকেণ্ড = আন্তর্জাতিক মূল একক
|
সাধারণ মানুষের কাছে
ব্যবহারিক সময়ের বড় একক হিসাবে মিনিট, ঘণ্টা, দিন বিবেচনা করা হয়। এই এককগুলোর সাথে
সেকেন্ডের সম্পর্ক নিচের তালিকায় দেখানো হলো।
৬০ সেকেন্ড=১ মিনিট
৬০
মিনিট= ১ ঘণ্টা
২৪ ঘণ্টা = ১ দিন