মিনিট
ইংরেজি minute>বাংলা মিনিট।
আম্তর্জাতিক সময়ের সাধারণভাবে ব্যবহারযোগ্য একক হলো  সেকেন্ড। এর ৬০গুণ সময় মানকে মিনিট বলা হয়। এররূপ ৬০ মিনিট নিয়ে বড় যে একক তৈরি হয়, তাকে বলা হয় ঘণ্টা। যেমন
                               ৬০
সেকেন্ড=১ মিনিট
                               ৬০ মিনিট= ১ ঘণ্টা
                               ২৪ ঘণ্টা = ১ দিন

প্রাচীন ভারতী পরিমাপ অনুসারে
       
৬০ পল=১ দণ্ড =২৪ মিনিট
        ২.৫
পল= ১ মিনিট