প্রাকৃতিক বল
ইংরেজি: natural force
চারটি মৌলিক বলের পারস্পরিক ক্রিয়াশীল বল। এই বলগুলো হলোসবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লীয় বল, বিদ্যুৎ-চুম্বকীয় বল মহাকর্ষীয় বল বিগব্যাং-এর ০ থেকে ১০-৪৩ সেকেন্ড সময়ের ভিতরে এই চারটি প্রাকৃতিক বল একত্রিত ছিল। এদেরকেই একত্রে বলা হয় অতি বৃহৎবল

বিগব্যাং-এর ১০-৪৩ থেকে ১০-৩৬ সেকেন্ড -এর মধ্যে প্রাকৃতিক অতি বৃহৎবলের চারটি বলের ভিতরে থেকে মহাকর্ষীয় বল পৃথক হয়ে যায়। এর ফলে সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লীয় বল বিদ্যুৎ-চুম্বকীয় বল এক সাথে থেকে যায়। এই তিনটি সমন্বিত বলকে বলা হয় ইলেক্ট্রো-নিউক্লিয়ার বল

১০-৩২ থেকে ১০-১২
সেকেন্ড
-এর মধ্যে ইলেক্ট্রো-নিউক্লিয়ার বল থেকে সবল নিউক্লিয়ার বল পৃথক হয়ে গিয়েছিল। এবং
দুর্বল নিউক্লীয় বল  ও বিদ্যুৎ-চুম্বকীয় বল একত্রিত হয়ে
বিদ্যুৎ-চুম্বকীয় দুর্বল বল তৈরি হয়েছিল।

১০-১২ থেকে ১০-৬
সেকেন্ড
-এর মধ্যে বিদ্যুৎ-চুম্বকীয় দুর্বল বল বিভাজিত হয়ে যায়। ফলে দুর্বল নিউক্লীয় বল  ও বিদ্যুৎ-চুম্বকীয় বল স্বতন্ত্র বল হিসেবে আত্মপ্রকাশ করে।