বিদ্যুৎ-চুম্বকীয় বল
সমনাম: তড়িৎচুম্বকীয় বল
ইংরেজি:
electromagnetic force
পদ: বিশেষ্য

অর্থ:
চারটি প্রাকৃতিক বলের মধ্যে একটি বিশেষ বল। অনেক আগে থেকেই বিজ্ঞানীরা পৃথক পৃথকভাবে বিদ্যুৎ বল এবং চৌম্বক বল সম্পর্কে জানতেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রথম গাণিতিক সূত্র দ্বারা প্রমাণ করেন যে, এই দুটো বল একই। তখন থেকে এর নামকরণ করা হয়- বিদ্যুৎ-চুম্বকীয় বল।

মূলত বৈদ্যুতিক আধানযুক্ত কণাগুলোর মধ্যে তড়িৎচুম্বকীয় বল ক্রিয়া করে। এর শক্তি সবল নিউক্লিয়ার বল চেয়ে কম, কিন্তু দুর্বল নিউক্লীয় বল-এর চেয়ে বেশি। এর বাহক হল ফোটন γ। এর নিজের কোন ভর নেই।