ইলেক্ট্রো-নিউক্লিয়ার বল
ইংরেজি: electronuclear force
সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লীয় বল, বিদ্যুৎ-চুম্বকীয় বল-এর মিলিত রূপ।

বিগব্যাং
-এর ১০-৪৩ সেকেন্ড সময়ের ভিতরে চারটি প্রাকৃতিক বল সমন্বয় ঘটেছিল এই বলগুলো হলোসবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লীয় বল, বিদ্যুৎ-চুম্বকীয় বল মহাকর্ষীয় বল বিগব্যাং-এর ১০-৪৩ থেকে ১০-৩৬ সেকেন্ড-এর মধ্যে প্রাকৃতিক অতি বৃহৎবলের চারটি বলের ভিতরে থেকে মহাকর্ষীয় বল পৃথক হয়ে যায়। এর ফলে সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লীয় বল বিদ্যুৎ-চুম্বকীয় বল এক সাথে থেকে যায়। এই তিনটি সমন্বিত বলকে বলা হয় ইলেক্ট্রো-নিউক্লিয়ার বল বলা হয়।