জীবাশ্ম জ্বালানি
ভূগর্ভে সঞ্চিত জীবদেহ থেকে নিঃসৃত কার্বন ও হাইড্রোকার্বন সমৃদ্ধ পদার্থ, যা জ্বালনিরূপে ব্যবহৃত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {। জীবাশ্ম জ্বালানিজ্বালানিবস্তু | দৈহিক সত্তা| সত্তা | }
ইংরেজি:
fossil fuel

ব্যাখ্যা: প্রাণী ও উদ্ভিদ বহুকাল মাটির নিচে থাকার কারণে, এদের দেহ পাথরের ন্যায় কঠিন বস্তুতে পরিণত হয়। এই কঠিন বস্তু জীবাশ্ম নামে অভিহিত হয়ে থাকে। উদ্ভিদজাত জীবাশ্ম কয়লায় পরিণত হয়। এই কয়লা উত্তোলন করে জ্বালনি হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে উদ্ভিদ ও জীবদেহের জীবাশ্ম থেকে নিঃসৃত হাইড্রোকার্বন মাটির নিচে গ্যাস এবং তরল জ্বালানি রূপে সঞ্চিত হয়। এই সকল জ্বালানিকে জীবাশ্ম-জালানির অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। প্রকরণের বিচারে জীবাশ্ম জ্বালানিকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো-