অধাতুর
অক্সাইড
গুলো অম্লধর্মী হয়ে থাকে। এই অক্সাইডগুলো
পানির
সাথে বিক্রিয়া করে
এ্যাসিড
তৈরি করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তবে অধাতু কোনো
জটিল লবণ তৈরি করে না।
অধাতু হতে পারে
গ্যাসীয়
বা কঠিন।
অধাতুর তালিকা
পারমাণবিক সংখ্যা | নাম | প্রতীক | ভৌত দশা | রাসায়নিক দশা |
১ | হাইড্রোজেন | H | গ্যাস | অধাতু |
২ | হিলিয়াম | He | গ্যাস | অধাতু |
৬ | কার্বন | C | কঠিন | অধাতু |
৭ | নাইট্রোজেন | N | গ্যাস | অধাতু |
৮ | অক্সিজেন | O | গ্যাস | অধাতু |
৯ | ফ্লোরিন | F | গ্যাস | অধাতু |
১০ | নিয়ন | Ne | গ্যাস | অধাতু |
১৫ | ফসফরাস | P | কঠিন | অধাতু |
১৬ | গন্ধক | S | কঠিন | অধাতু |
১৭ | ক্লোরিন | Cl | গ্যাস | অধাতু |
১৮ | আর্গন | Ar | গ্যাস | অধাতু |
৩৫ | ব্রোমিন | Br | তরল | অধাতু |
৫৩ | I | কঠিন | অধাতু | |
৫৪ | Xe | গ্যাস | অধাতু | |
৮৬ | রেডন | Rn | গ্যাস | অধাতু |
পাঁচটি অধাতব মৌলিক পদার্থের একটি বিশেষ শ্রেণি হলো হ্যালোজেন । এই পাঁচটি মৌল হলো‒ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং এ্যাস্টেটিনকে