অধাতু
বানান বিশ্লেষণ: অ+ধ্+আ+ত্+উ
উচ্চারণ
ɔ.d̪ʰa.t̪u (অ.ধা.তু)
শব্দ-উৎস: সংস্কৃত ধাতু> বাংলা অধাতু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য ঊর্ধ্বক্রমবাচকতা ইংরেজি: Nonmetal
বিপরীতার্থক শব্দ:
ধাতু (ভাবার্থে)

অর্থ:
সাধারণ অর্থে যে সকল মৌলিক পদার্থেরের ধাতবগুণ নাই। কিন্তু রসায়ন বিজ্ঞানে কিছু বৈশিষ্ট্য দিয়ে অধাতুকে চিহ্নিত করা হয়। যেমন-

অধাতুর অক্সাইড গুলো অম্লধর্মী হয়ে থাকে। এই অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়া করে এ্যাসিড তৈরি করে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তবে অধাতু কোনো জটিল লবণ তৈরি করে না।

অধাতু হতে পারে গ্যাসীয় বা কঠিন।

অধাতুর তালিকা

পারমাণবিক সংখ্যা নাম প্রতীক ভৌত দশা রাসায়নিক দশা
হাইড্রোজেন H গ্যাস অধাতু
 হিলিয়াম He গ্যাস অধাতু
কার্বন C কঠিন অধাতু
নাইট্রোজেন N গ্যাস অধাতু
অক্সিজেন O গ্যাস অধাতু
ফ্লোরিন F গ্যাস অধাতু
১০ নিয়ন Ne গ্যাস অধাতু
১৫ ফসফরাস P কঠিন অধাতু
১৬ গন্ধক S কঠিন অধাতু
১৭ ক্লোরিন Cl গ্যাস অধাতু
১৮ আর্গন Ar গ্যাস অধাতু
৩৫ ব্রোমিন Br তরল অধাতু
৫৩

আয়োডিন

I কঠিন অধাতু
৫৪

জেনন

Xe গ্যাস অধাতু
৮৬ রেডন Rn গ্যাস অধাতু

পাঁচটি অধাতব মৌলিক পদার্থের একটি বিশেষ শ্রেণি হলো হ্যালোজেন । এই পাঁচটি মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং এ্যাস্টেটিনকে