প্রতীক At
পারমাণবিক ওজন ২১০.০
পারমণবিক সংখ্যা ৮৫
ইলেক্ট্রোন সংখ্যা ৮৫
প্রোটোন ৮৫
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ৭
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 5d106s26p5
গলনাঙ্ক :  ৩০২ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ৭ গ্রাম/ঘন সেমি

অ্যাস্টেটিন, এ্যাস্টেটিন
গ্রিক astatos (অস্থায়ী)>ইংরেজি Astatine>বাংলা এ্যাস্টেটিন।

হ্যালোজেন-এর অন্তর্ভুক্ত একটি তেজস্ক্রিয় মৌলিক পদার্থ। এর প্রতীক At, পারমাণবিক সংখ্যা ৮৫। গ্রিক শব্দের astatos অর্থ নশ্বর। এই পদার্থ অত্যন্ত ক্ষণস্থায়ী বলে এইরূপ নামকরণ করা হয়েছে।

গোড়াতে একে এ্যালাবামিন
(alabamine) বলা হতো। কারণ এর অধিকাংশ গবেষণা হয়েছিল এ্যালাবামা পলিটেকনিক ইনস্টিটিউটে। ১৯৪০ খ্রিষ্টাব্দে উচ্চ শক্তি সম্পন্ন আলফা কণা দ্বারা বিসমাথে বিস্ফোরণ ঘটিয়ে এই মৌলটি তৈরি করা হয়। এর একটি আইসোটোপ ২১০-এর অর্ধজীবন ৭.২ ঘন্টা। অপর আইসোটোপ ২১০-এর অর্ধজীবন ৮.৩ ঘন্টা। ২০০ থেকে ২১৯ -এর মধ্যে এর আরো কিছু আইসোটোপ দেখা যায়। তবে এর অধিকাংশের অর্ধজীবনকাল কয়েক সেকেন্ড মাত্র।