কঠিন

বস্তুর মৌলিক ৪টি অবস্থাদশার একটি। অপর দুটি দশা হলো- তরল, বায়বীয় ও প্লাজমা। কতকগুলো বিশেষ বৈশিষ্ট্যের বিচারে কঠিন বস্তুকে অন্য দুটি প্রধান দশা থেকে পৃথক করা হয়। কঠিন পদার্থের অণুগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। ফলে এক ধরনের অনমনীয় কাঠামোগত রূপ লাভ করে। এর উপরিতলে বল প্রতিরোধী ক্ষমতার উদ্ভব হয়। ফলে, কঠিন পদার্থে চাপ দিয়ে সঙ্কুচিত করা অসম্ভব হয়ে পড়ে। কঠিন বস্তুতে তরল, বায়বীয় এবং প্লাজমা ধর্মী বস্তুর মতো প্রবহগুণ থাকে না।

কঠিনবস্তুর শ্রেণিকরণ