লিথিয়াম
বানান বিশ্লেষণ: ল্+ই+থ্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
li.t̪ʰi.am (লি.থি.আম্)
শব্দ-উৎস: গ্রিক
λίθος, >রোমান গ্রিক lithos পাথর > ইংরেজি Lithium> বাংলা লিথিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Li
পারমাণবিক ওজন ৪.০০২৬০২
পারমণবিক সংখ্যা ৩
গলনাঙ্ক : ১৮০.৫৪ ডিগ্রি সেলসিয়াস।

স্ফুটনাঙ্ক : ১৩৪২ ডিগ্রি সেলসিয়াস।
ঘনত্ব: .৫৩৪
আইসোটোপ:
Li6, Li7

এটি একটি কঠিন মৌলিক পদার্থ। রাসায়নিক ধরমের বিচারে ক্ষারীয় ধাতু। এটি কঠিন দশায় পাওয়া যায়। ভরের বিচারে এটি হাল্কা। এর রং রূপালি সাদা। তবে বাতাসের সংস্পর্শে এর ঔজ্জ্বল্য নষ্ট হয়ে নিষ্প্রভ হয়। বিশুদ্ধ লিথিয়াম কোমল, ফলে সহজেই এর নানা রূপ দেওয়া যায়। পার্থিব বাতাসে ২০০ ডিগ্রি সেলসিয়াসে জ্বলে উঠে। ভূত্বকে লিথিয়াম এর পরিমাণ ৬৫ মাইক্রোগ্রাম।  কিছু স্ফটিকধর্মী মণিতে লিথিয়াম যৌগদশায় থাকে। রাসায়নিক যৌগসমূহ:

কল-কারখানায় লিথিয়াম: তাপ ও আর্দ্রতা প্রতিরোধক এবং পিচ্ছিল পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। সঙ্কর ধাতু ট্রটিয়াম তৈরিতে লিথিয়াম ব্যবহৃত হয়। সিরামিক শিল্পে, ব্যাটারি তৈরিতে, পোরসিলিন এনামেল তৈরিতে এই ধাতুর ব্যবহার করা হয়। জৈবযোগ সংশ্লেষণে ঝালাইয়ের কাজে, মানসিক বিষণ্ণতা লাঘবে লিথিয়াম ঔষুধ হিসেব লিথিয়াম যৌগ ব্যবহৃত হয়। লিথিয়াম ব্রোমাইড এবং লিথিয়াম ক্লোরাইড তাপশোষক পানি হিসেবে ব্যবহৃত হয়।


সূত্র :
রাসায়নিক মৌল। দ,ন, ত্রিফোনভ, ভ.দ. ত্রিফোনভ। মির প্রকাশন, ১৯৮৮।
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।