প্রতীক
Li |
কল-কারখানায় লিথিয়াম: তাপ ও
আর্দ্রতা প্রতিরোধক এবং পিচ্ছিল পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। সঙ্কর ধাতু ট্রটিয়াম
তৈরিতে লিথিয়াম ব্যবহৃত হয়। সিরামিক শিল্পে, ব্যাটারি তৈরিতে, পোরসিলিন এনামেল
তৈরিতে এই ধাতুর ব্যবহার করা হয়। জৈবযোগ সংশ্লেষণে ঝালাইয়ের কাজে, মানসিক বিষণ্ণতা
লাঘবে লিথিয়াম ঔষুধ হিসেব লিথিয়াম যৌগ ব্যবহৃত হয়। লিথিয়াম ব্রোমাইড এবং লিথিয়াম
ক্লোরাইড তাপশোষক পানি হিসেবে ব্যবহৃত হয়।
সূত্র :
রাসায়নিক মৌল। দ,ন, ত্রিফোনভ, ভ.দ. ত্রিফোনভ। মির প্রকাশন, ১৯৮৮।
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।