ক্ষারীয় ধাতু
alkali metal

ধাতুর একটি বিশেষ ধরনের প্রকরণ। পর্যায় সারনির প্রথম গ্রুপ বা শ্রেণিকে ক্ষার ধাতু বলা হয়।

এই শ্রেণির ধাতুর ভিতরে পাওয়া যায় ধাতব-ধর্ম ও ও ক্ষার-ধর্ম। যেমন- এই শ্রেণির মৌলসমূহের অক্সাইড বা হাইড্রোঅক্সাইড, এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এই কারণে এগুলোর প্রত্যেকটি এক একটি ক্ষার হিসেবে বিবেচনা করা হয়। আবার এই শ্রেণির মৌলগুলোর মধ্যে ধাতব ধর্ম পাওয়া যায়। তাই এই শ্রেণির মৌলগুলোকে প্রত্যেকটিকে ক্ষারীয় ধাতু বলা হয়।

এই শ্রেণির মৌলগুলো সাধারণ কক্ষ-তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। একমাত্র ব্যতিক্রম দেখা যায় হাইড্রোজেন ক্ষেত্রে। উল্লেখ্য, হাইড্রোজেন স্বাভাবিক গ্যাসীয় দশায় অধাতব। তবে ২০ লক্ষ বায়ুমণ্ডলীয় চাপে হাইড্রোজেন ধাতব পদার্থে পরিণত হয়। ধাতব হাইড্রোজনে বিদ্যুৎ পরিবাহিতা গুণ লক্ষ্য করা যায়। এই পর্যায়ে হাইড্রোজেনকে ক্ষারধাতু হিসেবে বিবেচনা করা হয়।
হাইড্রোজেন ছাড়া অন্যান্য ক্ষারীয় ধাতু গুলো হলো- ক্যালসিয়াম, পটাশিয়াম. ফ্রান্সিয়াম রুবিডিয়াম  লিথিয়াম, সিজিয়াম, সোডিয়াম