ফ্রান্সিয়াম
বানান বিশ্লেষণ: ফ্+র্+আ+ন্+স্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
fran.si.am (ফ্রান্.সি.আম্)
শব্দ-উৎস: ফরাসি  
francium (France +‎ ium)> বাংলা লিথিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Fr
পারমাণবিক ওজন ২২৩
পারমণবিক সংখ্যা ৮৭
ইলেক্ট্রোন সংখ্যা ৮৭
প্রোটোন ৮৭
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ৮ ১
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
7s1
গলনাঙ্ক :  ২৭ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৬৬৭ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১.৮৭৩ গ্রাম/ঘন সেমি

এটি একটি কঠিন মৌলিক পদার্থ। রাসায়নিক ধরমের বিচারে ক্ষারীয় ধাতু১৯৩৯ খ্রিষ্টাব্দে মার্গারেট প্রে এই মৌলটি আবিষ্কার করেছিলেন।

এটি কঠিন দশায় পাওয়া যায়। এটি একটি ক্ষণস্থায়ী এবং তেজস্ক্রিয়। এর আইসোটোপগুলোর ভরের সীমা ১৯৯ থেকে ২৩২। ইউরেনিয়াম ২৩৫-এর ক্ষয়ে এউ ধাতুটি তৈরি হয়।এর ভিতরে ২২৩ এবং ২২১ আইসোটোপ দুটি প্রকৃতিতে সংঘটন দশায় পাওয়া যায়।

এর অপেক্ষাকৃত স্থায়ী আইসোটোপ হলো- ফ্রান্সিয়াম ২২৩। একে অনেক সময় 'এ্যাক্টিয়াম কে' নামে অভিহিত করা হয়। এর অর্ধজীবন ২১.৮ মিনিট। এই ধাতুটির ক্ষয়ে তৈরি হয় রেডিয়াম-২২৩।

ফ্রান্সিয়াম-২২১ এর অর্ধ-জীবন মাত্র ৪.৮ মিনিট। আলোফা রশ্মি বিকিরণের ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয় এ্যাসটাইন ২১৭।

সূত্র :