|
প্রতীক
: Be
|
প্রাচীন
কাল থেকে বেরিল গাত্রের রত্ন
পান্নার
সাথে মানুষের পরিচয় ঘটেছিল। কিন্তু তখন মানুষ জানতো না যে, এর ভিতরে
যে বেরিলিয়াম নামক একটি বিশেষ ধরনের মৌলিক পদার্থ আছে। উল্লেখ্য
পান্নাহলো—
এ্যালুমিনিয়াম,বেরেলিয়াম,
সিলিকন ও
অক্সিজেনর একটি জটিল যৌগ।
রাসায়নিক সংকেত
Be3Al2(SiO3)6
।4He + 4He + 92 keV → 8*Be এরপর বেরিলিয়াম-৮ এর সাথে আরও একটি হিলিয়ামের সাথে যুক্ত হয়ে তৈরি হয় কার্বন-১২ তৈরি করে। এই অবস্থায়
4He + 8*Be + 67 keV →12*C
34He → 12C + γ + 7.2 MeV হিলিয়াম দহন শেষে নক্ষত্রটি শ্বেত বামন তারায় পরিণত হয়।