হিলিয়াম ঝলক
নিম্নভর বিশিষ্ট নক্ষত্রের ক্রমবিবর্তনের একটি পর্যায় মাত্র। নিম্নভর বিশিষ্ট নক্ষত্রের সকল হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে গেলে নক্ষত্রটি হিলিয়াম পূর্ণ একটি লাল দানব নক্ষত্রে পরিণত হয়। এরপর ১০-১২ কোটি ডিগ্রি কেলভিন তাপমাত্রায় হিলিয়াম পোড়া শুরু হয়। এর ফলে নক্ষত্রের অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়।  এর ফলে নক্ষত্রের অভ্যন্তরের জমা হিলিয়ামের বিপুল অংশে বিক্রিয়া শুরু হয়। এর ফলে হিলিয়ামের যে ঝলকানি হয়, তাকেই হিলিয়াম ঝলক (helium flash)

 


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
১-৫ খণ্ড।

http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
A Brief history of time / Stephen Hawking
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir Pulishers Moscow/1985