শ্বেত বামন তারা
ইংরেজি :
white dwarf, degenerate
dwarf
মহাকাশে দৃষ্ট এক প্রকার নক্ষত্র। কোনো কোনো লাল দানব তারা (red giant star) অন্তিম দশায় শ্বেত বামন তারায় পরিণত হয়। যদি কোনো নক্ষত্রের মোট ভর সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম হয়, তাহলে ওই নক্ষত্র শ্বেত বামন (white dwarf) তারায় পরিণতি হয়। লাল দানব তারা'র অভ্যন্তরভাগ অতি সঙ্কোচনের কারণে, যখন এর আভ্যন্তরীণ তাপমাত্রা ১০৮ এবং ঘনত্বের পরিমাণ ১০৮ গ্রাম/বর্গ সেন্টিমিটার হয়, তখন নক্ষত্রের ভিতরে জমে থাকা হিলিয়ামের দহন শুরু হয়। প্রথাবস্থায় হিলিয়াম সংযোজিত হয়ে বেরেলিয়াম-৮ তৈরি করে।
এরপর বেরিলিয়াম-৮ এর সাথে আরও একটি হিলিয়ামের সাথে যুক্ত হয়ে তৈরি হয় কার্বন-১২ তৈরি করে। এই অবস্থায় হিলিয়াম ঝলক (helium flash)- এর সৃষ্টি হয়।
সব মিলিয়ে চূড়ান্ত বিষয়টি দাঁড়ায়-
সবচেয়ে বড় নক্ষত্রটির নাম IK Pegasi । এটি একটি প্রধান ধারার নক্ষত্র। বাম পাশের নক্ষত্রটি আমাদের সূর্য। আর এই দুটি তারার নিচে যে ক্ষদ্র তারাটি দেখা যাচ্ছে, এটিই হলো একটি শ্বেত বামন তারা। |
হিলিয়াম দহন শেষে নক্ষত্রটি শ্বেত বামন (white dwarf) নক্ষত্রে পরিণত হয়। এই জাতীয় নক্ষত্র আকাশে অনেকটা তুষার-শুভ্র হিসাবে দেখা যায়। এদের ঘনত্ব অত্যন্ত বেশি থাকে। ২০০৯ খ্রিষ্টাব্দে Research Consortium on Nearby Stars প্রকল্প এক পরিসংখ্যানে জানিয়েছে যে, সূর্যের নিকবর্তী নক্ষত্র-সমূহের ভিতরে ৮টি এই জাতীয় নক্ষত্র আছে। এই জাতীয় নক্ষত্রের প্রথম সন্ধান দেন, ১৯১০ খ্রিষ্টাব্দে Henry Norris Russell,Edward Charles Pickering এবং Williamina Fleming। আর এর ১৯২২ খ্রিষ্টাব্দে white dwarf নামকরণ করেছিলেন Willem Luyten।
শ্বেত বামন তারার ভর হয়ে থাকে সৌরভরের ০.১৭ থেকে ১.৩৩ গুণ পর্যন্ত। কিন্তু এর ব্যাস হয়ে থাকে, সৌরব্যাসের .০০০৮ থেকে ,০২ গুণ। অর্থাৎ সহজভাবে এই ভর এবং ব্যাসের হিসাবটা বলা যেতে পারে যে, শ্বেত বামন এমন এক ধরনের তারা, যার আয়তন হবে পৃথিবীর মতো আর এর ভর হবে সূর্যের মতো। ফলে ছোট একটি নক্ষত্রের প্রচণ্ড মাধ্যাকর্ষণ ক্ষমতার অধিকারী হয়। এদের উপরিতলের তাপমাত্রা অত্যধিক হয়। সাধারণত এই তাপমাত্রা হয়ে থেকে ৮০০০ থেকে ৪০,০০০ কেলভিন পর্যন্ত।
প্রধান ধারার নক্ষত্রের ভরের উপর নক্ষত্রের বিবর্তনের প্রকৃতি নির্ভর
করে। যদি কোনো নক্ষত্রের মোট ভর সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে
কম হয়, তাহলে ওই নক্ষত্র
শ্বেত বামন (white
dwarf)
তারায় পরিণতি হয়
[চন্দ্রশেখর সীমা সূত্রানুসারে]। তবে কিছু অল্প ঘনত্বের লাল দানব তারার
হিলিয়াম ঝলক-এর
সময় বিপুল পরিমাণ তেজ নক্ষত্রের বাইরে বেরিয়ে আসে, কিন্তু নক্ষত্রের
মাধ্যাকর্ষণের ফলে ওই তেজ আবার নক্ষত্রের অভ্যন্তরে প্রবেশ করে। এই
তেজের নির্গমণ এবং অভ্যন্তরে গমনের প্রক্রিয়াটি একটি সুষম সময় অনুসরণ
করে ঘটতে থাকে। ফলে এক ধরনের স্পন্দনের সৃষ্টি হয়। এই অবস্থায়
নক্ষত্রটিকে বলা হয়
শেফালি
বিষমতারা (cepheid
Variable star)।
আবার নক্ষত্রের অভ্যন্তরে
হিলিয়াম থেকে
কার্বন তৈরির সময় যখন তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তখন
নক্ষত্রের বহিরাংশের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তা বলয়াকারে মূল
নক্ষত্রকে ঘিরে থাকে। এই অবস্থায় ওই নক্ষত্রকে বলা হয়
গ্রহান্বিত নীহারিকা (Planetary
nebula)।
সূর্যের ১.৪৪ গুণের সমান বা তার চেয়ে কম বা ভরের শ্বেত বামন নক্ষত্রগুলোর
মাধ্যাকর্ষণজনিত সঙ্কোচন এক সময় বন্ধ হয়ে যায় এবং এবং অভ্যন্তরে তাপ
ক্রমে ক্রমে হ্রাস পায়। একসময় তাপ ও আলোপ্রদানের ক্ষমতা হারিয়ে এই
নক্ষত্রগুলো মৃত্যবরণ করে। এই অবস্থায় এই মৃত নক্ষত্রগুলো কালো বর্ণ
ধারণ করে। এই অবস্থায় এই নক্ষত্রগুলোকে কৃষ্ণবামন (black
dwarf)
বলা হয়। এই নক্ষত্রের কোনো সন্ধান এখনো পাওয়া যায় না। সম্ভবত মহাজাগতিক
অন্ধকারে এই নক্ষত্র মিশে থাকার জন্য, এই নক্ষত্রকে শনাক্ত করা যায়
নাই। তবে তাত্ত্বিকভাবে বিশ্বাস করা হয়, এই নক্ষত্রের অস্তিত্ব আছে।
কোনো কোনো শ্বেত বামন তারা তার তীব্র মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা এর
সংলগ্ন অঞ্চল থেকে হাইড্রোজেন ও হিলিয়াম আকর্ষণ করে বিশাল আকার ধারণ
করতে থাকে।
এক্ষেত্রে
কোনো এই উপাদান সঞ্চালিত হতে পারে কোনো প্রধান ধারার নক্ষত্র বা
লাল দানব তারা (red giant star)।
এই সংগৃহীত উপাদানের আধিক্যে যদি এর বাইরের স্তরের তাপমাত্রা ২ কোটি
কেলভিনে উন্নীত হয়, তখন এর বাইরের স্তরের গ্যাসীয় স্তরে নিউক্লিয়ার
বিক্রিয়া শুরু হয়। অনেক সময় এই বাইরের স্তরটি তীব্রভাবে মহাকাশে ছিটকে
পড়ে। এর ফলে পৃথিবী থেকে একে বিস্ফোরিত অতি উজ্জ্বল তারা বলে মনে হয়।
তখন একে নবতারা বলা হয়।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। ১-৫ খণ্ড।
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
A
Brief history of time /
Stephen Hawking
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir
Pulishers Moscow/1985