আয়োডিন
ইংরেজি : Iodine
এটি একটি অধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
'I' । পারমাণবিক সংখ্যা ৫৩, আপেক্ষিক পারমাণবিক ভর ১২৬.৯০৪৫। এটি হ্যালোজেন গ্রুপের মৌল। সাধারণ অবস্থায় এর রঙ কালো। কঠিন অবস্থায় পাওয়া যায়। এটি একটি উদ্বায়ী পদার্থ। তাপমাত্রা বৃদ্ধি করলে এই পদার্থ থেকে বেগুনি রঙের বাষ্প বের হতে থাকে। পানিতে সামান্য দ্রবীভূত হয়। তবে এলকোহল, ক্লোরোফর্ম এবং অন্যান্য জৈব তরলে আয়োডিন গলে যায়। এর স্ফুটনাঙ্ক ১৮৪.৩৫ ডিগ্রী সেন্টিগ্রেড ও গলনাঙ্ক ১১৩.৫ ডিগ্রী সেন্টিগ্রেড। ২০০ ডিগ্রী তাপমাত্রায় আয়োডিন অণু, পরমাণুতে বিভাজিত হয়ে যায়। পাউলি স্কেল অনুসারে এর বিদ্যুৎ ঋণত্বকতা ২.৬৬। আয়োডিন ইলেক্ট্রন গ্রহীতা গুণ সম্পন্ন। আয়োডিন একটি ইলেক্ট্রন গ্রহণ করে সক্রিয় আয়োডাইড আয়নে পরিণত হয়। এর জারণ সংখ্যা যথাক্রমে +১, +৩, +৫ বা +৭। এর ইলেক্ট্রন আসক্তি ৩.১৩।

১৮১১ খ্রিষ্টাব্দে বার্নাড কোর্টিয়াস
(Bernard Courtois) নামক ফ্রান্সের একজন সালফেট প্রস্তুতকারক সামুদ্রিক আগাছা থেকে এই পদার্থটি পৃথক করতে সক্ষম হন। পরে এই পৃথককৃত পদার্থটি যে একটি নূতন মৌলিক পদার্থ, সে বিষয়ে নিশ্চয়তা দেন ফ্রান্সের রসায়নবিদ চার্লস দেসোরমেস (Charles Desormes) এবং নিকোলাস ক্লেমেন্ট (Nicholas Clément)। ১৮১৩ খ্রিষ্টাব্দে ফ্রান্সের অপর একজন রসায়নবিদ জোশেফ লুইস গে-লুসাক (Joseph Louis Gay-Lussac) এই পদার্থটির নামকরণ করেন আয়োডিন। মুক্ত অবস্থায় আয়োডিন পাওয়া যায় না। সামুদ্রিক পানি, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক আগাছা থেকে আয়োডিন সংগ্রহ করা হয়। এর একটি মাত্র স্থায়ী আইসোটোপ হলো- ১২৭। এই আইসোটোপের প্রোটন সংখ্যা ৫৩ ও নিউট্রন সংখ্যা ৭৪। এ ছাড়া ১১৭ থেকে ১৩৮ এর মধ্যে ২২টি আইসোটোপ অস্থায়ী রূপে তেরি করা যায়।

প্রাণী ও উদ্ভিদ দেহে আয়োডিন খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়। এছাড়া ক্ষত সারানো, পানি বিশুদ্ধকরণ, হৃদরোগের চিকিৎসা, ফটোগ্রাফিতে আয়োডিনের প্রয়োজন পড়ে। গলগণ্ড রোগ প্রতিরোধের জন্য ডাক্তাররা আয়োডাইড লবণ খাওয়ার পরামর্শ দেন।


আয়োডোফর্ম

ইংরেজি : Iodoform
এটি হ্যালোফর্ম গোষ্ঠীর একটি যৌগপদার্থ। মিথেন ও আয়োডিনের যৌগ। এর সঙ্কেত-
CHI3। রসায়নাগারে ইথাইল এ্যালকোহল বা এ্যাসিটোনের সাথে আয়োডিন গুড়া ও ক্ষার দ্রবণকে উত্তপ্ত করলে আয়োডোফর্ম উৎপন্ন হয়।
                       
CH3CH2.OH +4I2+6NaOH
                        CHI3+HCOONa+5H2O+5KI

এটি একটি সুগন্ধী, ঈষৎ হলুদ বর্ণের দানাদার পদার্থ। এর এর গলনাঙ্ক ১১৯০। এটি পচন নিবারক। এটি পানিতে অদ্রবণীয়। তবে ইথাইল এ্যালকোহল ও ইথারে সহজেই দ্রবণীয়।