হীরক
ইংরেজি : Diamond
বাংলা : হিরা, হীরক।

হীরক  কার্বন-এর একটি শুদ্ধতম ও গাঢ়তর রূপ।  কার্বন-এর বহুরূপকের মধ্য সবচেয়ে মূল্যবান পদার্থ হলো হীরক। এটি স্ফটিক জালিকা বিন্যাসের পার্শ্বকেন্দ্রিক ঘনক
(Face-centered cubic) শ্রেণির স্ফটিক। মোট ১৪টি পরমাণু নিয়ে এর স্ফটিক কোষ গঠিত হয়।

এর আপেক্ষিক গুরুত্ব ৩.৫। এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী পদার্থ এবং পানি, এ্যাসিড ও ক্ষারজে অদ্রবণীয়। সাধারণ তাপমাত্রায় হীরককে কোন জারকই জারিত করতে পারে না। বায়ুতে ৯০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা বিশুদ্ধ অক্সিজেনে ৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন করে। আবার ৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্লুরিনে জ্বলে উঠে এবং কার্বন-টেট্রাফ্লুরাইড উৎপন্ন করে।

হীরকের মাপের একক ক্যারট। উল্লেখ্য এক ক্যারট = ০.০২ গ্রাম। এর আলোক-প্রতিসরণ ক্ষমতা সর্বাধিক বলে একে উজ্জ্বল দেখায়। খনিতে প্রাপ্ত হীরক কেটে বিভিন্ন তল ও কোণের সংখ্যা বৃদ্ধি করে এর উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়। উজ্জ্বলতর পদার্থ হিসাবে এটি রত্ন হিসাবে ব্যবহৃত হয়। এর সাথে কিছু কিছু অপদ্রব্য মিশ্রিত হয়ে লাল, বাদামি, কালো ইত্যাদি বর্ণের হীরক হয়ে থাকে। কালো বর্ণের হীরককে কার্বোন্যাডো বলে। এটি কঠিন পদার্থ বলে এর সাহায্যে কাঁচ, পাথর ইত্যাদি কাটা হয়। হীরক চূর্ণ পালিশের কাজে ব্যবহৃত হয়। বর্তমানে রসায়নাগারে কৃত্রিম হীরক প্রস্তুত করা হয়।

খনিতে প্রাপ্ত হীরককে বিভিন্নভাবে কেটে এর ঔজ্জ্বল্য ও সৌন্দর্য্য সৃষ্টি করা যায়। এগুলি হলো-
Heart shaped diamonds, Marquise cut diamonds, Cushion cut diamond, Oval diamonds, Asscher cut diamonds, Radiant cut diamonds ইত্যাদি।

অলঙ্কারে হীরক খণ্ড উজ্জ্বল রত্ন হিসাবে ব্যবহৃত হয়। আংটি, গলার হারের লকেট, মুকুট ইত্যাদিতে হীরক ব্যবহার করা হয়। ইংল্যান্ডের রানির মুকুটে ব্যবহৃত হয়েছে 'কোহিনুর' নামক বিখ্যাত রত্ন।

হীরক (কৃত্রিম)
কারখানায় খনিজ হীরকের অনুরূপ গুণ সম্পন্ন পদার্থ বিশেষ। ১৮৯৩ খ্রিষ্টাব্দে ফরাসী রসায়নবিদ ময়সাঁ সর্বপ্রথম কৃত্রিম হীরক প্রস্তুত করেন। কৃত্রিম হিরা তৈরির শুরুতে বিশুদ্ধ লোহার সাথে চিনির-অঙ্গার মিশ্রিত করে গ্রাফাইড ক্রুসিবলে রেখে বৈদ্যুতিক চুল্লীতে ৩৫০০ ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। পরে এই দ্রবণ ৩২৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিশিষ্ট সীসা-এর দ্রবণে ডুবানো হয়। এর ফলে লৌহ-আবরণের মাঝে এই হীরকের সৃষ্টি হয়। পরে নাইট্রিক এ্যাসিডে লোহাকে গলিয়ে হীরক উদ্ধার করা হয়।