লুটেসিয়াম
বানান বিশ্লেষণ: ল্+ উ+ট্+এ+স্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
lu.ʈe.si.am (লু.টে.সি.আম্)
শব্দ-উৎস: প্যারিসের প্রাচীন নাম লাতিন
Lutetia +ium (ধাতব প্রত্যয়)> ইংরেজি lutetium> বাংলা লুটেসিয়াম।
পদ: বিশেষ্য

প্রতীক Lu
পারমাণবিক ওজন ১৭৫
পারমণবিক সংখ্যা ৭১
ইলেক্ট্রোন সংখ্যা ৭১
প্রোটোন ৭১
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৯ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 6s2
গলনাঙ্ক :  ১৬৬০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৩৯০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৭.৭৮ গ্রাম/ঘন সেমি

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন, রুপালি সাদা মৌলিক পদার্থ  শ্রেণির কঠিন, ঘাতসহ, নমনীয় রুপালি সাদা মৌলিক পদার্থ এটি বিরল মৃত্তিকা ধাতুসমূহের ভিতরে সবচেয়ে ভারি পদার্থ।

৯০৭-১৯০৮ খ্রিষ্টাব্দের ভিতরে অস্ট্রিয়ার রসায়নবিদ
Carl Auer von Welsbach, Charles James, and Georges Urbain
পৃথক পৃথকভাবে আবিষ্কার করেছিলেন।