ল্যান্থানাইড
বানান বিশ্লেষণ: ল্+য্+আ+ন্+থ্+আ+ম্+অ
উচ্চারণ:
læn.t̪ʰa.nam (ল্যান্.থা.নাম্)
শব্দ-উৎস: প্রাক্-ইন্দো-ইউরোপিয়ান ক্রিয়ামূল
ladh- (লুক্কায়িত)> গ্রিক lanthanein>lanthanide (১৯২৫ খ্রিষ্টাব্দে নরওয়ের বিজ্ঞানী Victor Goldschmidt এই শব্দটি ব্যবহার করেছিলেন) > ইংরেজি lanthanide> বাংলা ল্যান্থানাইড
পদ: বিশেষ্য
পর্যায় সারণীর ৫৭ থেকে ৭১ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ১৫টি ধাতব মৌলিক পদার্থের একটি বিশেষ শ্রেণি। এটি বিরল মৃত্তিকা ধাতু নামেও পরিচিত। এই ধাতুগুলো হলো- 
পারমাণবিক সংখ্যা নাম প্রতীক ভৌত দশা রাসায়নিক দশা
৫৭ ল্যান্থানাম La কঠিন ল্যান্থানাইড
৫৮ সেরিয়াম Ce কঠিন ল্যান্থানাইড
৫৯ প্রেসিওডিমিয়াম Pr কঠিন ল্যান্থানাইড
৬০ নিওডিমিয়াম Nd কঠিন ল্যান্থানাইড
৬১ প্রোমেথিয়াম Pm কঠিন ল্যান্থানাইড
৬২ স্যামারিয়াম Sm কঠিন ল্যান্থানাইড
৬৩

ইউরোপিয়াম

Eu কঠিন ল্যান্থানাইড
৬৪ গ্যাডোলিনিয়াম Gd কঠিন ল্যান্থানাইড
৬৫ টারবিয়াম Tb কঠিন ল্যান্থানাইড
৬৬ ডিসপ্রোসিয়াম Dy কঠিন ল্যান্থানাইড
৬৭ হোল্‌মিয়াম Ho কঠিন ল্যান্থানাইড
৬৮ এর্বিয়াম Er কঠিন ল্যান্থানাইড
৬৯ থুলিয়াম Th কঠিন ল্যান্থানাইড
৭০ ইট্টারবিয়াম Yb কঠিন ল্যান্থানাইড
৭১ লুটেসিয়াম Lu কঠিন ল্যান্থানাইড

এসব বিরল ধাতু শক্তিশালী ইলেক্ট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়। স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট স্পিকার, লেজার, রাডার, ছোনার, নাইট ভিশন সিস্টেম, মিসাইল গাইডেন্স ও যুদ্ধ বিমানসহ সামরিক যান তৈরিতে এসব পদার্থ অত্যন্ত প্রয়োজনীয়। উৎপাদনের বিচারে চীন শীর্ষে রয়েছে। ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিশ্বে উৎপাদিত ল্যান্থানাইডের ৭০ ভাগ উৎপন্ন হয় চীনে।


সূত্র :