প্রতীক
Pr
|
অর্থ:
এটি একটি
ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির
কঠিন
মৌলিক পদার্থ।
১৮৪১ খ্রিষ্টাব্দে সুইডিশ কালর্ল গুস্তাফ খনিজ আকরিক নিষ্কাষণের মাধ্যমে এই মৌলটি আবিষ্কার করেন। প্রাপ্ত মৌলটি স্থায়ী।
উচ্চচাপে
অক্সিজেনের সাথে
বিক্রিয়া করে
PrO2
উৎপন্ন করে। এর রং কালো। তবে দ্রবণের রং
সবুজ। এ্যাসিডের সংস্পর্শে এই অক্সাইড থেকে
অক্সিজেন তৈরি হয়।
এই মৌল থেকে সবুজ বর্ণের লবণ রঙিন কাঁচ তৈরিতে ব্যবহৃত হয়।