ইট্টার্বিয়াম
বানান বিশ্লেষণ: ই+ ট্+ট্+আ+র্+অ+ব্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
iʈ.ʈar.bi.am (ইট.টার্.বি.আম্)
শব্দ-উৎস: সুইরডেনের শহর
Ytterby +ium (ধাতব প্রত্যয়)> ইংরেজি Ytterbium> বাংলা ইট্টার্বিয়াম।
পদ: বিশেষ্য

প্রতীক Yb
পারমাণবিক ওজন ১৭৩
পারমণবিক সংখ্যা ৭০
ইলেক্ট্রোন সংখ্যা ৭০
প্রোটোন ৭০
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 6s2
গলনাঙ্ক :  ৮২৪ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ১২০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব ৬.৯৭ গ্রাম/ঘন সেমি

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন, রুপালি সাদা মৌলিক পদার্থ  শ্রেণির কঠিন, ঘাতসহ, নমনীয় রুপালি সাদা মৌলিক পদার্থ

১৮৭৮ খ্রিষ্টাব্দে সুইচ রসায়নবিদ জীন চার্লস ডি মারিগন্যাক
(Jean Charles de Marignac) বিরল মৃত্তিকা শ্রেণীর এই মৌলটি উদ্ভাবন করেন এবং তিনিই এর নাম ইট্টারিয়াম রাখেন। ইটারবি গ্রামের নামানুসারে এই মৌলের নামকরণ করেছিলেন।

এটি মোটামুটি একটি স্থায়ী পদার্থ। তবে পানির সাথে খুব ধীরে ধীরে বিক্রিয়া করে হাইড্রোজেনকে মুক্ত করে।