প্রতীক
Yb
|
অর্থ:
এটি একটি
ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির
কঠিন, রুপালি সাদা
মৌলিক পদার্থ।
শ্রেণির
কঠিন,
ঘাতসহ, নমনীয় রুপালি সাদা
মৌলিক পদার্থ।
১৮৭৮ খ্রিষ্টাব্দে সুইচ রসায়নবিদ জীন চার্লস ডি মারিগন্যাক
(Jean Charles de Marignac)
বিরল মৃত্তিকা শ্রেণীর এই মৌলটি উদ্ভাবন করেন এবং তিনিই এর নাম ইট্টারিয়াম রাখেন।
ইটারবি গ্রামের নামানুসারে এই মৌলের নামকরণ করেছিলেন।
এটি মোটামুটি একটি স্থায়ী পদার্থ। তবে পানির সাথে খুব ধীরে ধীরে বিক্রিয়া করে
হাইড্রোজেনকে মুক্ত করে।