এর্বিয়াম
বানান বিশ্লেষণ: +র্+ব্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
er.bi.am (এর্.বি.আম্)
শব্দ-উৎস: গ্রিক δυσπρόσιτος (dusprósitos=dys (bad, difficult)+ prositos (approachable)+ium (ধাতব প্রত্যয়)> ইংরেজি Dysprosium> বাংলা ডিসপ্রোসিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Er
পারমাণবিক ওজন ১৬৭.৩
পারমণবিক সংখ্যা ৬৮
ইলেক্ট্রোন সংখ্যা ৬৮
প্রোটোন ৬৮
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩০ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f12 6s2
গলনাঙ্ক :  ১৫৩০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ২৮৬০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব ৯ গ্রাম/ঘন সেমি

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন, রুপালি সাদা মৌলিক পদার্থ  শ্রেণির কঠিন, ঘাতসহ, নমনীয় রুপালি সাদা মৌলিক পদার্থ

১৮৪৩ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ কার্ল গুস্তভ মসান্ডার (Carl Gustav Mosander) এই মৌলটি আবিষ্কার করেন।