টারবিয়াম
বানান বিশ্লেষণ:ট্+এ+র্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
gæ.ɖo.li.am (গ্যা.ডো.লি.আম্)
শব্দ-উৎস: Ytterby>Terbium (সুইডেনের একটি গ্রাম)>ইংরেজি Terbium> বাংলা টারবিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Tb
পারমাণবিক ওজন ১৫৮.৯২৫৪
পারমণবিক সংখ্যা ৬৫
ইলেক্ট্রোন সংখ্যা ৬৫
প্রোটোন ৬৫
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ২৭ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f9 6s2
গলনাঙ্ক :  ১৩৬০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩২২০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব ৮.২৭ গ্রাম/ঘন সেমি

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন, রুপালি সাদা মৌলিক পদার্থ  শ্রেণির কঠিন, ঘাতসহ, নমনীয় রুপালি সাদা মৌলিক পদার্থ

১৮৪৩ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ Swedish chemist Carl Gustaf Mosander এই মৌলিক পদার্থ আবিস্কার করেন।