প্রতীক
La
পারমাণবিক ওজন ১৩৮.৯০৫
পারমণবিক সংখ্যা ৫৭
গলনাঙ্ক : ৯২০
ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৪৬৪ ডিগ্রি
সেলসিয়াস। ইলেক্টোন শক্তিবিন্যাস: ২, ৮, ১৮, ২১, ৮, ২
এটি একটি
ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির
কঠিনমৌলিক পদার্থ।
প্রকৃতিতে ইউরেনিয়াম, থোরিয়াম এবং প্লুটোনিয়ামের বিভাজনের ফলে যে সকল তেজস্ক্রিয় মৌল উৎপন্ন হয়,
তাদের মধ্যে ল্যান্থানাম একটি। বিরল মৃত্তিকা শ্রেণির মৌলের ভিতরে এটি অধিক ক্ষারীয়।
এর রং রুপালি, কাঠিন্যের বিচারে নরম। এর শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা,
2, 8, 18, 18, 9, 2.
।
এর দুটি আইসোটপ রয়েছে। এগুলো হলো- 138 La ও
139
ও
La।
বিরল মৃত্তিকা মৌলের মোনাজাইট. বাস্টান্যাসাইট ও অন্যান্য খনিজ আকরিকে এই মৌলটি
পাওয়া যায়।
ল্যান্থানাম কাঁচের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। দামি লেন্স তৈরির
ক্ষেত্রে ল্যান্থানাম ব্যবহৃত হয়।
সূত্র : রাসায়নিক মৌল। দ,ন, ত্রিফোনভ, ভ.দ. ত্রিফোনভ। মির প্রকাশন, ১৯৮৮। বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।