সেরিয়াম
বানান বিশ্লেষণ:স্+এ+র্+ই+য়্+আ+ম্+অ।
উচ্চারণ:
se.ri.am (সে.রি.আম্)
শব্দ-উৎস:
ইংরেজি Cerium> বাংলা সেরিয়াম
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ধাতুরাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }

প্রতীক Ce
পারমাণবিক ওজন ১৪০.১২
পারমণবিক সংখ্যা ৫৮<
গলনাঙ্ক :  ৭৯৫ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৪৪৩ ডিগ্রি সেলসিয়াস।
ইলেক্টোন শক্তিবিন্যাস: ২, ৮. ১৮, ১৯, ৯, ২

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন মৌলিক পদার্থ লাইটারের চকমকি পাথরে ব্যবহৃত এই পদার্থটি ব্যবহৃত হয়। এই পদার্থটি 'বিরল মৃত্তিকা গ্রুপ'-এর অন্তর্গত হলেও প্রকৃতিতে প্রচুর পাওয়া যায়। তবে 'বিরল মৃত্তিকা'র অন্যান্য ধাতুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে। বিশেষ করে মোনাজাইট এবং ব্ল্যাস্টন্যাসাইটের সাথে বেশি মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া ইউরোনিয়াম, থোরিয়াম এবং প্লুটোনিয়াম উৎপাদনের সময় এই পদার্থটি তৈরি হয়।

এর যোজ্যতা ৩। কিন্তু চতুর্যোজী যৌগশ্রেণি তৈরি করে। বিশেষ করে জলীয় দ্রবণে  চতুর্যোজী যৌগশ্রেণি হিসেবে থাকতে পারে।

প্রকৃতিতে প্রাপ্ত এর আইসোটোপ 136Ce, 138Ce, 140Ce এবং 142Ce -এর সমন্বয়ে পাওয়া যায়। এর ভিতরে 142Ce আলফা কণা বিচ্ছুরিত করে। এই সূত্রে এর অর্ধ-জীবনের মান ৫×১০ ১৫