নিওডিমিয়াম
বানান বিশ্লেষণ: ন্+ই+এ+ও+ড্+ই+ম্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
nio.di.mi.am (নি.ও.ডি.মি.আম্)
শব্দ-উৎস: প্রাক্-ইন্দো-ইউরোপিয়ান ক্রিয়ামূল
dwo- (দুই)> গ্রিক  didymos (জমজ) +গ্রিক neos (নতুন)> সুইডিশ কালর্ল গুস্তাফ এই শব্দদয়য়ের সমন্বয়ে নাম দেন  neodymium ইংরেজি neodymium বাংলা নিওডিমিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Nd
পারমাণবিক ওজন ১৪৪.২৪২
পারমণবিক সংখ্যা ৬০
গলনাঙ্ক :  ১,০২১ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩,০৭৪ ডিগ্রি সেলসিয়াস।
ইলেক্টোন শক্তিবিন্যাস: ২, ৮, ১৮, ২২, ৮, ২

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন মৌলিক পদার্থ ১৮৪১ খ্রিষ্টাব্দে সুইডিশ কালর্ল গুস্তাফ গোলাপী বর্ণের খনিজ আকরিক নিষ্কাষণের মাধ্যমে এই মৌলটি আবিষ্কার করেন। এর ৬টি আইসোটোপ আছে।

উচ্চচাপে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে
Nd2O3 (Neodymium(III) oxide উৎপন্ন করে। এর রং হাল্কা নীল। অজৈব এসিডে দ্রবীভূত হয় এবং লালচে-বেগুনী বর্ণ ধারণ করে।

নিওডিমিয়ামের লবণ কাঁচ রঙিন করার জন্য ব্যবহৃত হয়।