ডিসপ্রোসিয়াম
বানান বিশ্লেষণ: ড্+ই+স্+প্+র্+ও+স্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
ɖis.pro.si.am
(ডিস.প্রো.সি.আম্)
শব্দ-উৎস:
গ্রিক δυσπρόσιτος
(dusprósitos=dys (bad, difficult)+ prositos (approachable)+ium
(ধাতব প্রত্যয়)>
ইংরেজি
Dysprosium>
বাংলা
ডিসপ্রোসিয়াম
পদ:
বিশেষ্য
প্রতীক
Dy
পারমাণবিক ওজন ১৬২.৫০
পারমণবিক সংখ্যা ৬৬
ইলেক্ট্রোন সংখ্যা ৬৬
প্রোটোন ৬৬
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ২৮ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস : 4f10 6s2
গলনাঙ্ক : ১৪১২
ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ২৫৬২ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব ৮.৬ গ্রাম/ঘন সেমি |
অর্থ:
এটি একটি
ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির
কঠিন, রুপালি সাদা
মৌলিক পদার্থ।
শ্রেণির
কঠিন,
ঘাতসহ, নমনীয় রুপালি সাদা
মৌলিক পদার্থ।
১৮৮৬ খ্রিষ্টাব্দে ফরাসি
রসায়নবিদ Paul Émile Lecoq de Boisbaudran
, হোল্মিয়াম অক্সাইড বিশ্লেষণ করে এই মৌলিক পদার্থ আবিস্কার করেন।
এই পদার্থটি কক্ষ তাপমাত্রায় ধীরে ধীরে পুড়ে যায়।