থুলিয়াম
বানান বিশ্লেষণ: থ্ + ল্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
t̪ʰu.li.am (থু.লি.আম্)
শব্দ-উৎস: লাতিন
Thule (স্ক্যান্ডিনেভিয়ার প্রাচীন নাম) +ium (ধাতব প্রত্যয়)> ইংরেজি Thulium> বাংলা থুলিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Tm
পারমাণবিক ওজন ১৬৮.৯
পারমণবিক সংখ্যা ৬৯
ইলেক্ট্রোন সংখ্যা ৬৯
প্রোটোন ৬৯
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩১ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f31 6s2
গলনাঙ্ক :  ১৫৫0 ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ২৯৫০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব ৯.৩৩ গ্রাম/ঘন সেমি

অর্থ: এটি একটি ল্যান্থানাইড (বিরল মৃত্তিকা) শ্রেণির কঠিন, রুপালি সাদা মৌলিক পদার্থ। শ্রেণির কঠিন, ঘাতসহ, নমনীয় রুপালি সাদা মৌলিক পদার্থ। এটি বিষাক্ত নয়।

১৮৭৯ খ্রিষ্টাব্দে
erbia নামক খনিজ পদার্থ বিশ্লেষণ করে. সুইডিশ রসায়নবিদ Per Teodor Cleve এই মৌলটি আবিষ্কার করেন। এর প্রধান খনিজ উৎস হলো মোনাজাইট।