প্রতীক
Ba
পারমাণবিক ওজন ৪.০০২৬০২
পারমণবিক সংখ্যা ৫৬
গলনাঙ্ক : ৭২৭
ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ১৮৯৭ ডিগ্রি
সেলসিয়াস।
এটি একটি
কঠিন
রুপালি নরম মৌলিক পদার্থ।
রাসায়নিক ধরমের বিচারে
ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
বেরিয়াম ধাতু রাসায়নিক ভাবে খুব সক্রিয়। তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। বেরিয়ামের প্রধান খনিজ হলো
ব্যারাইট বা বেরিয়াম সালফেট
(BaSO4)
।
এবং বেরিয়াম কার্বোনেট (BaCO3)
। উভয় যৌগই পানিতে ফলে যায়।
উচ্চ তাপমাত্রায়
নাইট্রোজেনের,
সাথে বিক্রিয়া করে বেরিয়াম বিক্রিয়া করে
বেরিয়াম নাইট্রেট উৎপন্ন করে।
সূত্র : রাসায়নিক মৌল। দ,ন, ত্রিফোনভ, ভ.দ. ত্রিফোনভ। মির প্রকাশন, ১৯৮৮। বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।