অর্থ:
পর্যায় সারণীর ৮৯-১০৩ পারমাণবিক সংখ্যার মৌলিক পদার্থ।
এই পদার্থগুলোর হলো-
ইউরেনিয়ামের তেজষ্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে অল্প পরিমাণ অস্থায়ী অ্যাক্টিনিয়াম এবং প্রোটেক্টিনিয়াম তৈরি হয়। ইউরেনিয়ামের পরবর্তনের মাধ্যমে কখনো কখনো নেপচুনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম এবং ক্যালিফোর্নিয়াম অণুর সৃষ্টি হয়। অন্যান্য অ্যাক্টিনাইড মৌলগুলো বিশুদ্ধ সিনথেটিক উপাদান।
পারমাণবিক অস্ত্র পরীক্ষার সময় প্লুটোনিয়ামের তুলনায় ভারি অন্তত ছয়টি অ্যাক্টিনাইড পরিবেশে ছড়িয়ে পড়তে
দেখা যায়। ১৯৫২ খ্রিষ্টাব্দে হাইড্রোজেন বোমার বিষ্ফোরণের মাধ্যমে সৃষ্ট ধ্বংসাবশেষ পরীক্ষা করে অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম এবং ফার্মিয়াম এর অস্তিত্ব
লক্ষ্য করা যায়।
সকল অ্যাক্টিনাইডসমূহ তেজস্ক্রিয় এবং মৌলগুলো তেজষ্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে শক্তি বিকিরণ করে। অ্যাক্টিনাইডসমূহের মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত ইউরেনিয়াম এবং থোরিয়াম এবং কৃত্রিমভাবে তৈরী প্লুটোনিয়াম পৃথিবীতে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়।
এই মৌলগুলো পারমাণবিক চুল্লী এবং পারমাণবিক অস্ত্র তৈরীতে ব্যবহার করা হয়।
| পারমাণবিক সংখ্যা | নাম | প্রতীক | ভৌত দশা | রাসায়নিক দশা |
| ৮৯ | Ac | কঠিন | অ্যাক্টিনাইড | |
| ৯০ | থোরিয়াম | Th | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯১ | প্রোট্যাক্টিনিয়াম | Pa | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯২ | ইউরেনিয়াম | U | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৩ | নেপচুনিয়াম | Np | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৪ | প্লুটোনিয়াম | Pu | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৫ | আমেরিশিয়াম | Am | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৬ | কুরিয়াম | Cm | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৭ | বার্কিলিয়াম | Bk | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৮ | ক্যালিফোর্নিয়াম | Cf | কঠিন | অ্যাক্টিনাইড |
| ৯৯ | আইনস্টেইনিয়াম | Es | কঠিন | অ্যাক্টিনাইড |
| ১০০ | ফার্মিয়াম | Fm | কঠিন | অ্যাক্টিনাইড |
| ১০১ | মেন্ডেলেভিয়াম | Md | কঠিন | অ্যাক্টিনাইড |
| ১০২ | নোবেলিয়াম | No | কঠিন | অ্যাক্টিনাইড |
| ১০৩ | লরেনসিয়াম | Lr | কঠিন | অ্যাক্টিনাইড |