প্রতীক
Fm
পারমাণবিক ওজন ২৫৭
পারমণবিক সংখ্যা ১০০
ইলেক্ট্রোন সংখ্যা ১০০
প্রোটোন ১০০
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩০ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f127s2
গলনাঙ্ক : ১৫২৭
ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : উদ্বায়ু।
আপেক্ষিক গুরুত্ব: ৮.৮৪ গ্রাম/ঘন সেমি
ফার্মিয়াম
তেকস্ক্রিয় মৌলিক পদার্থ
বিশেষ। এটি ধাতব পদার্থ।
এই মৌলিক পদার্থটি সক্রিয় এবং সম্পূর্ণ উদ্বায়ী। ইতালিয়ান পদার্থবিদ এবং নোবেলজয়ী
এনরিকো ফার্মি'র নামনুসারে এই মৌলের নামকরণ করা হয়েছিল।
১৯৫২ খ্রিষ্টাব্দে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে "আইভী মাইক" নামক দশ-মেগাটন হাইড্রোজেন ফিউশন বোমা বিস্ফোরণের
সূত্রে ফারিয়ামিয়াম আবিষ্কার করা হয়েছিল। এই বিস্ফোরণের ফলে
আইনস্টেইনিয়ামও তৈরি করেছিল। মার্কিন সামরিক
বাহিনীর নির্দেশে ১৯৫৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ফার্মিয়াম আবিষ্কারের খবর গোপন রাখা
হয়েছিল।
সূত্র :
বাংলা একাডেমী
বিজ্ঞান বিশ্বকোষ ।
দ্বিতীয় খণ্ড কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।