প্রতীক Es
পারমাণবিক ওজন ২৫২
পারমণবিক সংখ্যা ৯৯
ইলেক্ট্রোন সংখ্যা ৯৯
প্রোটোন ৯৯
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৯ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f117s2
গলনাঙ্ক :  ৮৬০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: .৮৪ গ্রাম/ঘন সেমি

আইনস্টেইনিয়াম
ইংরেজি: einsteinium
তেকস্ক্রিয় মৌলিক পদার্থ বিশেষ। এটি ধাতব পদার্থ। এই মৌলিক পদার্থটি সক্রিয় এবং সম্পূর্ণ উদ্বায়ী।

এই পদার্থটি প্রকৃতিতে পাওয়া যায় না। কৃত্রিম উপায়ে উৎপন্ন করা হয়। নিউট্রন দ্বারা প্লাটিনাম আঘাতপ্রাপ্ত হলে, প্রথমে আইনস্টেনিয়াম উৎপন্ন হয়, পরে তা ইউরেনিয়ামে পরিণত হয়। আইসোটোপ ভেদে এদের অর্ধ-জীবন মাত্র কয়েক সেকেন্ড থেকে বছরখানেক হতে পারে।

 

 


সূত্র :