প্রতীক
No
পারমাণবিক ওজন ২৫৯
পারমণবিক সংখ্যা ১০২
ইলেক্ট্রোন সংখ্যা ১০২
প্রোটোন ১০২
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f147s2
গলনাঙ্ক: ৮২৭ ডিগ্রি সেন্টিগ্রেড
।
স্ফুটনাঙ্ক : অজ্ঞাত।
নোবেলিয়াম
তেজস্ক্রিয় মৌলিক পদার্থ
বিশেষ। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে এর নামকরণ
করা হয়েছে।
সূত্র :
বাংলা একাডেমী
বিজ্ঞান বিশ্বকোষ ।
দ্বিতীয় খণ্ড কার্তিক ১৪০৬/নভেম্বর ১৯৯৯।