প্রতীক Pa
পারমাণবিক ওজন ২৩১
পারমণবিক সংখ্যা ৯১
ইলেক্ট্রোন সংখ্যা ৯১
প্রোটোন ৯১
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২০ ৯ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f26d17s2
গলনাঙ্ক :  ১৫৭০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৪০০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৫.৪ গ্রাম/ঘন সেমি

প্রোট্যাক্টিনিয়াম
বানান বিশ্লেষণ: প্+র্+ও+ট্+য্+আ+ক্+ট্+ই+ন্+ই+য়্+আ+ম্+অ
উচ্চারণ: pro.ʈæk.ʈi.ni.am (প্রো.ট্যাক্.টি.নি.আম্)
শব্দ-উৎস: ইংরেজি proto (greek πρωτο (prōto-) +‎ actinium (actin +‎ ium)=protactinium (অ্যাক্টিনিয়ামের পূর্ব)> বাংলা প্রোট্যাক্টিনিয়াম

পদ: বিশেষ্য একটি অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ। রসায়নবিদ দিমিত্রি ইভানভিচ মেন্ডেলিফ একা-ট্যান্টালাম নামক একটি মৌলের ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেক আগেই। তিনি অনুমান করে বলেছিলেন যে, ইউরেনিয়াম এবং থোরিয়ামের মধ্যে একটি মৌল থাকার কথা। তিনি পর্যায় সারণীর ৯১ সংখ্যক ঘরে এর স্থান দিয়েছিলেন। একই সাথে বলেছিলেন এই মৌলের অর্ধায়ু হবে ৩৪,৩০০ বছর এবং এটি আলফা রশ্মি বিকিরণ করে। সে হিসেবে এর ইউরেনিয়াম আকরিকে ভাল পরিমাণেই সঞ্চিত হওয়ার কথা।

১৯১৩ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী কে ফাজান্‌স এবং ও গোহ্‌রিং ব্রেভিয়াম নামে একটি মৌল আবিষ্কার করেন তারা ব্রেভিয়াম নামটিই প্রস্তাব করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় কারণে বিষয়টি চাপা পড়ে যায়। ১৯১৮ খ্রিষ্টাব্দে অটো হান এবং লিজে মাইটনার পুনরায় মৌলটি আবিষ্কার করেন। উদারতা দেখিয়ে ফাজান্‌স আর মৌলটির আবিষ্কারক হিসেবে নিজেকে দাবি করেন নি। তিনি কেবল ব্রেভিয়াম নাম বদলে প্রোট্যাক্টিনিয়াম রাখার প্রস্তাব করেন।