প্রতীক Am
পারমাণবিক ওজন ২৪৪
পারমণবিক সংখ্যা ৯৫
ইলেক্ট্রোন সংখ্যা ৯৫
প্রোটোন ৯৫
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৫ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f77s2
গলনাঙ্ক :  ১১৭৬ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ২৬০৭ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৩.৬৭ গ্রাম/ঘন সেমি

আমেরিশিয়াম
বানান বিশ্লেষণ: +ম্+এ+র্+ই+শ্+ই+য়+আ+ম্+অ
উচ্চারণ:
a.me.ri.ʃi.am (
আ.মে.রি.শি.আম্)
শব্দ-উৎস: ইংরেজি: Americium>বাংলা আমেরিশিয়াম
পদ: বিশেষ্য

এটি একটি কৃত্রিমভাবে উৎপাদিত একটি নমনীয়, তেজষ্ক্রিয়, ধাতব, মৌলিক পদার্থ।

১৯৪৪-৪৫ খ্রিষ্টাব্দে চিকাগো বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিদ গ্লেন সীবর্গ
(Glenn Seaborg)এবং তাঁর সহকমীরা মিলে এই পদার্থটি উদ্ভাবন করেন। প্লুটোনিয়াম ২৩৯-কে নিউট্রন দ্বারা আঘাত করলে আমেরিশিয়াম ২৪১ আইসোটোপের সৃষ্টি হয়। এর আইসোটোপগুলো ২৩৭ থেকে ২৪৭ এর মধ্যে দেখা যায়। এর সকল আইসোটোপই তেজষ্ক্রিয়। এর ২৩২ আইসোটোপটির অর্ধজীবন ০.৯ মিনিট কিন্তু এর ২৪৩ আইসোপটির অর্ধজীবন প্রায় ৭,৪০০ বৎসর।