প্রতীক Th
পারমাণবিক ওজন ২৩২
পারমণবিক সংখ্যা ৯০
ইলেক্ট্রোন সংখ্যা ৯০
প্রোটোন ৯০
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ১০ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
6d27s2
গলনাঙ্ক :  ১৭৫০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৪৭৯০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৯.৯ গ্রাম/ঘন সেমি

থোরিয়াম
বানান বিশ্লেষণ: থ্+ও+র্+ই+য়্+আ+ম্+অ
উচ্চারণ: t̪ʰo.ri.am (থো.রি.আম্)
শব্দ-উৎস: ইংরেজি নর্স পৌরাণিক চরিত্র Thor +‎ ium=thorium> বাংলা লিথিয়াম
পদ: বিশেষ্য একটি অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ। ১৮২৮ খ্রিষ্টাব্দে
Jöns Jacob Berzelius এই মৌলিক পদার্থ আবিষ্কার করেন।