প্রতীক Pu
পারমাণবিক ওজন ২৪৪
পারমণবিক সংখ্যা ৯৪
ইলেক্ট্রোন সংখ্যা ৯৪
প্রোটোন ৯৪
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৪ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f67s2
গলনাঙ্ক :  ৬৩৯ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩২৩০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৯.৮ গ্রাম/ঘন সেমি

প্লুটোনিয়াম
বানান বিশ্লেষণ: প্+ল্+উ+ট্+ও+ন্+ই+য়্+আ+ম্+অ
উচ্চারণ: plu.ʈo.ni.am (প্লু.টো.নি.আম্)
শব্দ-উৎস: ইংরেজি
Pluto (নেপচুন গ্রহ) +‎ ium)=Plutonium> বাংলা প্লুটোনিয়াম
পদ: বিশেষ্য একটি রুপালি ধূসর বর্ণের অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ১৯৪০ খ্রিষ্টাব্দে এই মৌলটি প্রথম উৎপাদন করেছিলেন
Edwin McMillan, Joseph Kennedy এবং Arthur Wahl । নেপচুনিয়াম -২৩৮ এর অর্ধ-আয়ু মাত্র ২.১ দিন। এই ধাতুটি ক্ষরিত হয়ে প্লুটোনিয়াম-২৩৮ উৎপন্ন হয়। এর অর্ধ-আয়ু ৮৭.৭ বৎসর।