প্রতীক Ac
পারমাণবিক ওজন ২২৭
পারমণবিক সংখ্যা ৮৯
ইলেক্ট্রোন সংখ্যা ৮৯
প্রোটোন ৮৯
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ৯ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
6d17s2
গলনাঙ্ক :  ১০৫০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩১৯৯ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১০.০৭ গ্রাম/ঘন সেমি

এ্যাক্টিনিয়াম
গ্রিক
aktin আলোক রশ্মি>ইংরজি Actinium> বাংলা এ্যাক্টিনিয়াম।

একটি অ্যাক্টিনাইড ধাতব  মৌলিক পদার্থ

১৮৯৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের রসায়নবিদ আন্দ্রে লুইস ডেবিয়েরন
(André Louis Debierne) এই মৌলিক পদার্থটি আবিষ্কার করেন। এই মৌলটি পাওয়া যায় ইউরেনিয়াম আকরিকের সাথে। এর দুটি আইসোটোপ রয়েছে। এর ২২৭ আইসোটোপটিকে বলা হয় actinium decay series। ইউরোনিয়াম-২৩৫-এর তেজষ্ক্রিয় ফলরূপে এ্যাক্টিনিয়াম-২২৭ উৎপন্ন হয়। এর অর্ধজীবন ২১.৮ বছর। এই পদার্থ থেকে বিট-কণা বিকরিত হয়। এর দ্বিতীয় আইসোটোপটি হলো- ২২৮। থোরিয়াম-২৩২-এর তেজষ্ক্রিয় বিকিরণের ফলে এই আইসোটোপটি উৎপন্ন হয়। এর অপর নামটি হলো mesothorium-2। এর অর্ধজীবন ৬.১৩ ঘণ্টা। এছাড়া কিছু স্বল্পস্থায়ী এ্যাক্টেনিয়াম আইসোটপ রয়েছে। এর আইসোটোপগুলোর ভর ২০৯ থেকে ২৩৪ এর মধ্যে হয়ে থাকে।