বার্কিলিয়াম
বানান বিশ্লেষণ: ব্+আ+র্+ক্+ই+ল্+ই+আ+ম্+অ
উচ্চারণ: bar.ki.li.am (বার্.কি.লি.আম)
শব্দ-উৎস: Berkeley (মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নগরী)> Berkel+‎ ium=Curium> ইংরেজি Berkelium> বাংলা বার্কিলিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Bk
পারমাণবিক ওজন ২৪৭
পারমণবিক সংখ্যা ৯৭
ইলেক্ট্রোন সংখ্যা ৯৭
প্রোটোন ৯৭
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৭ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f97s2
গলনাঙ্ক :  ৯৮৬ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ২৯০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৪.৭৯ গ্রাম/ঘন সেমি

একটি রুপালি ধূসর বর্ণের অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ। ১৯৪ খ্রিষ্টাব্দে এই মৌলটি আবিষ্কার করেন Stanley Thompson, Albert Ghiorso এবং Glenn Seaborg।