প্রতীক Np
পারমাণবিক ওজন ২৩৭
পারমণবিক সংখ্যা ৯৩
ইলেক্ট্রোন সংখ্যা ৯৩
প্রোটোন ৯৩
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৩ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f46d17s2
গলনাঙ্ক :  ৬৪০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৯০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ২০.৪৫ গ্রাম/ঘন সেমি

নেপচুনিয়াম
বানান বিশ্লেষণ: ন্+এ+প্+অ+চ্+উ+ন্+ই+য়্+আ+ম্+অ
উচ্চারণ: nep.cu.ni.am (নেপ্.চু.নি.আম্)
শব্দ-উৎস: ইংরেজি
Neptune (নেপচুন গ্রহ) +‎ ium)=Neptunium> বাংলা নেপচুনিয়াম
পদ: বিশেষ্য একটি রুপালি সাদা বর্ণের অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ১৯৪০ খ্রিষ্টাব্দে এই মৌলটি আবিষ্কার করেছিলেন
Edwin McMillan এবং Philip H. Abelson । প্রথম কৃত্রিমভাবে প্রস্তুতকৃত ট্রান্সইউরেনিয়াম মৌল হিসেবেও এর পরিচিতি রয়েছে।

ব্রিডার চুল্লীর মাধ্যমে ইউরেনিয়াম-২৩৮ থেকে প্লুটোনিয়াম তৈরির সময় উপজাত হিসেবে নেপচুনিয়াম উৎপাদিত হয়। এটি সাধারণত তিনটি কেলাস রূপ প্রদান করে। তবে কক্ষ তাপমাত্রায় আলফা-অর্থোরম্বিক গঠন দেখায়। রাসায়নিকভাবে সক্রিয়তা অনেকটা ইউরেনিয়াসের মতই।

নেপচুনিয়ামের সকল আইসোটোপই তেজস্ক্রিয়। সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩৭। এর অর্ধায়ুকাল ২,১৪০,০০০ বছর। আর সবচেয়ে অস্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩২। এর অর্ধায়ুকাল ১৩ মিনিট।