কুরিয়াম
বানান বিশ্লেষণ: ক্ +উ+র্+ই+আ+ম্+অ
উচ্চারণ: ku.ri.am (কু.রি.আম্)
শব্দ-উৎস: ফরাসি বিজ্ঞানী
Pierre Curie এবং Marie Curie -র সম্মানার্থে গৃহীত Curie+‎ ium)=Curium> ইংরেজি Curium> বাংলা কুরিয়াম
পদ: বিশেষ্য

প্রতীক Cm
পারমাণবিক ওজন ২৪৭
পারমণবিক সংখ্যা ৯৬
ইলেক্ট্রোন সংখ্যা ৯৬
প্রোটোন ৯৬
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ২৫ ৯ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f76d1 7s2
গলনাঙ্ক :  ১৩৪০ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩১০০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ১৩.৫ গ্রাম/ঘন সেমি

একটি রুপালি ধূসর বর্ণের অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ। ১৯৪৪ খ্রিষ্টাব্দে এই মৌলটি আবিষ্কার করেন Glenn T. Seaborg, Ralph A.James এবং Albert Ghiorso। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ধাতববিদ্যা পরীক্ষাগারে প্রথম (বর্তমানে আরগোন জাতীয় পরীক্ষাগার) কুরিয়ামকে রাসায়নিকভাবে শনাক্ত করা হয়েছিল।