মোলিবডেনাম
বানান বিশ্লেষণ:
ম+ও+ল্+ই+ব্+ড্+এ+ন্+আ+ম্+অ
উচ্চারণ: mo.lib.de.nam
(মো.লিব্.ডে.নাম্)
শব্দ-উৎস:
গ্রিক Μόλυβδος molybdos,
(সিসার টুকরা)>নব্য
ল্যাটিন
molybdaenum
>
ইংরেজি
Molybdenum>
বাংলা
মোলিবডেনাম
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ধাতু |
রাসায়নিক
মৌল | বস্তু |
দৈহিক
সত্তা | সত্তা | }
একটি ধূসর আভাযুক্ত রূপালি বর্ণের মৌলিক ধাতু।
এর প্রতীক
Mo
পারমাণবিক সংখ্যা ৪২, পারমাণবিক ওজন ৯৫.৯৬। এর গলনাঙ্ক প্রায় ২৮৯৬ ডিগ্রি
সেলসিয়াস এবং
স্ফুটনাংক ৪৯১২ ডিগ্রি সেলসিয়াস।
এক সময় মোলিবডেনাম আকরিককে সীসার আকরিক ভাবা হতো। প্রাচীন গ্রিসে
একে ভাবা হতো সিসার টুকরা। ১৮৭৮ খ্রিষ্টাব্দে কার্ল ভিলহেল্ম শেলে
একে পৃথক ধাতু হিসেবে চিহ্নিত করেন। ১৭৮১ সালে পেটার ইয়াকব হেল্ম ধাতব মৌলটিকে
পৃথক করতে সমর্থ হন।
মোলিবডেনাম বিভিন্ন খনিজ পদার্থের
সাথে অক্সাইড অবস্থায় পাওয়া যায়। বিশ্বের প্রায় ৮০% মলিবডেনাম উচ্চ-শক্তিবিশিষ্ট ইস্পাতের সংকর তৈরিতে ব্যবহার করা হয়।