রুথেনিয়াম
বানান বিশ্লেষণ: র্+উ+থ্+এ+ন্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
ru.t̪ʰe.ni.am (রু.থে.নি.আম্)
শব্দ-উৎস: ল্যাটিন
Ruthenia > ইংরেজি ruthenium> বাংলা রুথেনিয়াম
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ধাতু | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
প্রতীক Ru
রাসায়নিক সংকেত
Ru2
পারমাণবিক সংখ্যা ৪৪
পারমাণবিক ভর ১০১.০৭
গলনাঙ্ক : ২৩৩৪ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৪১৫০ ডিগ্রি সেলসিয়াস।

অর্থ: এটি একটি রূপালি ধূসর, অবস্থান্তর ধাতু, মৌলিক পদার্থ। এটি অত্যন্ত প্লাটিনাম র মতো কঠিন পদারথ।  

১৮৪৪ খ্রিষ্টাব্দে বাল্টিক জার্মান বিজ্ঞানী কার্ল আর্নেস্ট স্যান্টাক্লজ এই ধাতুটি আবিষ্কার করেন। একজন বহুযোজী কঠিন সাদা ধাতু, রুথেনিয়াম প্লাটিনাম গ্রুপের একটি সদস্য এবং পর্যায় সারণির গ্রুপ ৮ এ অবস্থিত।