প্লাটিনাম
বানান বিশ্লেষণ: প্+ল্+আ+ট্+ই+ন্+আ+ম্+অ
উচ্চারণ:
pla.ʈi.nam (প্লা.টি.নাম্)
শব্দ-উৎস: প্রাচীন ফরাসি
plate (ধাতব পাত) থেকে স্প্যনিশ plata বা   platina শব্দটি গৃহীত হয়েছিল রূপা অর্থে।
কারণ ১৭৩৫ খ্রিষ্টাব্দের দিকে যখন এই ধাতুটি স্পেনের দক্ষিণ আমারিকার উপনিবেশিক মেক্সিকো এবং কলম্বিয়া অঞ্চল থেকে আমদানি করা হতো। সে সময় তারা এর ধূসর রুপালি রং দেখে মনে করেছিল নিকৃষ্ট রূপা। এই ধাতুটিকে তারা বলতো-
plata। আধুনিক ল্যাটিন ইংরেজি ভাষায় এর নাম দাঁড়িয়েছিল  platina। ১৭৪১ খ্রিষ্টাব্দে এটি মৌলিক পদার্থ হিসেবে স্বীকৃতি লাভ করে। তখনও ইংরেজি ভাষায় platina নামটিও রয়ে গিয়েছিল। মৌলিক ধাতু হিসেবে ium যুক্ত করে এর নাম দাঁড়ায় platinum। ব্রিটিশ শাসনামলে ইংরেজি ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে প্লাটিনাম।
 
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ধাতু | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

প্রতীক Pt
পারমাণবিক ওজন ১৯৫.১
পারমণবিক সংখ্যা ৭৮
ইলেক্ট্রোন সংখ্যা ৭৮
প্রোটোন ৭৮
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৭ ১
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 5d96s1
গলনাঙ্ক :  ১৭৬৮ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৮২০ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ২১.৪৫ গ্রাম/ঘন সেমি

এটি একটি রূপালি ধূসর, কঠিন, অবস্থান্তর ধাতু, মৌলিক পদার্থ। এটি সোনা এর থেকেও দামি মৌল। প্লাটিনাম পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের দশম গ্রুপে অবস্থান করছে। পৃথিবীতে এটি দুঃপ্রাপ্য ধাতু ।
প্রতি শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যা ২, ৮, ১৮, ৩২, ১৭, ১।

ক ট্রয় আউন্স নিখাদ প্লাটিনাম পেতে প্রায় ১০ টন (৩ লাখ ২১ হাজার ৫০৭ ট্রয় আউন্স) আকরিক উত্তোলন করতে হয়। তাই উৎপাদনের খরচ অন্যান্য ধাতুর চেয়ে বেশি। গত এক দশকে যা এক ট্রয় আউন্সে ৫০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩০০ ডলারে। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনভেস্টরের তথ্য অনুয়ায়ী প্লাটিনাম উত্তোলনে শীর্ষ দেশ দক্ষিণ অফ্রিকা। দেশটি ২০১৮ সালে ১ লাখ ১০ কিলোগ্রাম উৎপাদন করেছে, যা বৈশ্বিক হিস্যার ৭৮ শতাংশ। মূল্যবান ধাতুটি উত্তোলনে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটি ২১ হাজার কিলোগ্রাম উত্তোলন করেছে, যা বৈশ্বিক হিস্যার ১৩ শতাংশ। এছাড়া ধাতুটির বৈশ্বিক উত্তোলনে কানাডা ৩ শতাংশ, জিম্বাবুয়ে ২ শতাংশ, যুক্তরাষ্ট্র ২ এবং অন্যান্য দেশের ২ শতাংশ অবদান রয়েছে।

গাড়ি তৈরিসহ নানা শিল্পেও এ ধাতু ব্যবহৃত হয়। শিল্প ছাড়াও গয়না তৈরির জন্য প্লাটিনামের চাহিদা প্রতিদিনই বাড়ছে। প্লাটিনামের গয়না তৈরি করার জন্য কারিগরদের যে দক্ষতা প্রয়োজন তার অভাবও এই দর বৃদ্ধির অন্যতম কারণ।