অবস্থান্তর ধাতু
Transition metal
ধাতুর
একটি বিশেষ ধরনের প্রকরণ। এর অপর নাম রূপান্তর ধাতু। এই জাতীয় ধাতু সুস্থির দশায় থাকে না। এরা এদের
বাইরের স্তরের ইলেক্ট্রোন হারিয়ে
আয়োনিক যৌগ তৈরি করে। এই জাতীয় মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে, যে আয়নের ইলেকট্রন
বিন্যাস করলে d কক্ষপথ শক্তির আংশিক পূর্ণ হয়। এর আয়নিত অবস্থার
ইলেকট্রন বিন্যাস বিবেচনা করলে দেখা যায়, d কক্ষপথ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা
থাকবে ১-৯ এর মধ্যে। যদি কোনো ধাতুর d কক্ষপথ শক্তিস্তরে ইলেক্ট্রোন সংখ্যা ১০
সংখ্যায় পৌঁছায়, তাহলে তা অবস্থান্তর ধাতুর পর্যায় পৌছাবে না।
সাধারণ তাপমাত্রায় তামাটে-নীল (কপার ও গোল্ড ব্যতীত) বর্ণের হয়।
সাধারণ তাপমাত্রায় নমনীয় কঠিন দশায় থাকে।
এদের গলনাঙ্ক বেশ উচ্চতর হয়ে থাকে।
এরা জটিল আয়ন গঠন করে। তবে আয়নকরণের ক্ষমতা বেশ কম।
এদের উচ্চ তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা ক্ষমতা থাকে।