দস্তা
ইংরেজি
Zinc
নমনীয় নীলাভ সাদা ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
Zn। পারমাণবিক সংখ্যা
৩০, পারমাণবিক
ওজন ৬৫.৩৮। এর গলনাঙ্ক প্রায় ৪২০ ডিগ্রি
সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ৯০৭ ডিগ্রি সেন্টিগ্রেড। এর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা
গুণ আছে।
দস্তা ও
তামার সঙ্কর ধাতু
হিসেবে পিতলেরও ব্যাপক ব্যবহার রয়েছে। প্রাচীন মিশর, ভারত, রোম ও গ্রিসের লোকেরা
ব্রোঞ্জ ও পিতলের সামগ্রী ব্যবহার করতো। এখনও নানা কাজে পিতলের তৈরি সামগ্রী
ব্যবহার করা হয়।