তামা
ইংরেজি
Copper

নমনীয় ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক Cu ল্যাটিন cuprum (কিউপ্রাম) থেকে এর প্রতীক গ্রহণ করা হয়েছে। পারমাণবিক সংখ্যা ২, পারমাণবিক ওজন ৬৩.৫৪৬। এর গলনাঙ্ক প্রায় ১০৮৩ ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ২৫৯৫ ডিগ্রি সেন্টিগ্রেড। এর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা উচ্চতর।

ঐতিহাসিকদের মতে প্রায় পাঁচ হাজার বছর আগে থেকে মানুষ তামার সাথে পরিচিত ছিল। খ্রিষ্টাপূর্ব ৩৫০০ অব্দের দিকে তামা এবং
টিনের সঙ্কর ধাতু হিসেবে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল। মানব ইতিহাসে ব্রোঞ্জের ব্যবহারের সময়কে বলা হয় ব্রোঞ্জ যুগ।  ধারণা করা হয়. মাইসিনিয়ান যুগের সূচনাতে গ্রীসে ব্রোঞ্জের মূর্তি তৈরি বিশেষ প্রসার লাভ করেছিল। এছাড়া পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে তাম্রমূদ্রার প্রচলন ছিল বিভিন্ন শাসনামলে।

ব্রোঞ্জ ছাড়া দস্তা ও তামার সঙ্কর ধাতু হিসেবে পিতলেরও ব্যাপক ব্যবহার রয়েছে। প্রাচীন মিশর, ভারত, রোম ও গ্রিসের লোকেরা ব্রোঞ্জ ও পিতলের সামগ্রী ব্যবহার করতো। লৌহের ব্যবহারের আগে অস্ত্র তৈরিতে তামার সঙ্কর ধাতুর ব্যবহার ছিল। আলতাই, সাইবেরিয়া এবং ট্রান্স ককেশাস অঞ্চলে খননকার্য চালিয়ে অষ্টম থেকে ষষ্ঠ শতাব্দীর ভিতরে তৈরি ব্রোঞ্জ ও তামার ছুরি, তীরের ফলা, ঢাল, শিরস্ত্রাণ পাওয়া গেছে। রোমে তামা এবং ব্রোঞ্জ দিয়ে ঢাল ও শিরস্ত্রাণ তৈরি হতো।