টিন
ইংরেজি
Tin>
বাংলা টিন।
ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
Sn।
ল্যাটিন
stannum(স্টাননাম)
থেকে
এর প্রতীক গ্রহণ করা হয়েছে। পারমাণবিক সংখ্যা ৫০, পারমাণবিক
ওজন ১১৮.৬৯। এর গলনাঙ্ক প্রায় ২৩১.৫০৫ ডিগ্রি
সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক ২৬০২ ডিগ্রি সেন্টিগ্রেড। এর তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা
উচ্চতর।
খ্রিষ্টাপূর্ব ৩৫০০ অব্দের দিকে
তামা এবং টিনের সঙ্কর ধাতু হিসেবে ব্রোঞ্জের
ব্যবহার শুরু হয়েছিল। মানব ইতিহাসে ব্রোঞ্জের ব্যবহারের সময়কে বলা হয় ব্রোঞ্জ যুগ।
ধারণা করা হয়. মাইসিনিয়ান যুগের সূচনাতে গ্রীসে ব্রোঞ্জের মূর্তি তৈরি বিশেষ
প্রসার লাভ করেছিল।