ক্রিপ্টন
Krypton

এটি এক প্রকারের নিষ্ক্রিয় গ্যাস। এর প্রতীক
Kr, পারমাণবিক সংখ্যা ৩৬, পারমাণবিক ভর ৮৩.৭৯৮। স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। এর গলনাঙ্ক -১৫৭.৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফূটনাঙ্ক -১৫৩.৪১৫।

১৮৯৮ খ্রিষ্টাব্দে লন্ডনে স্কটিশ পদার্থবিদ স্যার উইলিয়াম র‍্যামজি (১৮৫২-১৯১৬) ও মরিস ডব্লিউ. ট্র্যাভার্স (১৮৭২-১৯৬১) ক্রিপ্টন আবিষ্কার করেন। পরীক্ষাগারে র‍্যামজি বাতাসের একটি উপাদানকে ঠাণ্ডা করে তরলে পরিণত করেন। এই তরলকে গরম করে গ্যাসগুলোকে আবদ্ধ করেন। ১৮৯৮ খ্রিষ্টাব্দের মে মাসের শেষভাগ থেকে ছয় সপ্তাহ ধরে গ্যাসগুলো থেকে নাইট্রোজেনঅক্সিজেনআর্গন আলাদা করেন। ১১ জুলাই তরল বায়ুকে বিশ্লেষণ করে ৫৬তম নমুনা হিসেবে ক্রিপ্টন আবিষ্কার করেন। এরপর তরল বায়ুকে উত্তপ্ত করে
কার্বন-ডাই-অক্সাইড পান। এই সময় তিনি বর্ণালী বিশ্লেষণে কিছু অস্বাভাবিক নিদর্শন দেখতে পান। র‍্যামজি ক্রিপ্টনসহ একাধিক নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারের জন্য ১৯০৪ খ্রিষ্টাব্দের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন।