ইলেক্ট্রন বিন্যাস ২,৮,১৪, ২

লৌহ
ইংরেজি Iron

একটি রাসায়নিক মৌলিক পদার্থ। এর স্বাভাবিক রং রুপালি ধূসর। এই ধাতুটি চৌম্বক গুণসম্পন্ন। স্বাভাবিক দশায় বেশ কঠিন। আঘাতের দ্বারা বা চাপ প্রয়োগে একে বিভিন্ন আকার প্রদান করা যায়।

এর প্রতীক
Fe, গ্রিক ferrum শব্দ থেকে এই প্রতীক গ্রহণ করা হয়েছে। এর পারমাণবিক সংখ্যা ২৬, পারমাণবিক ওজন ৫৫.৮৪৫। এর ইলেক্ট্রন বিন্যাস ২,৮,১৪, ২।

প্রকৃতিতে স্বাভাবিক তাপমাত্রায় এটি কঠিন দশায় থাকে। এর গলনাঙ্ক ১৫৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড (২৮০০ ডিগ্রি ফারেনহাইট), স্ফুটনাঙ্ক ২৮৬২ ডিগ্রি সেন্টিগ্রেড (৫১৮২ ডিগ্রি ফারেনহাইট)। কঠিন দশায় এর ঘনত্ব ৭.৮৭৪ গ্রাম/সেন্টিমিটার -৩

আইসোটোপ
প্রকৃতিতে এর চারটি স্থিতিশীল আইসোটোপ পাওয়া যায়। এগুলো হলো

রাসায়নিক ধর্ম
লৌহ একটি বিজারক ধাতু। অবস্থাভেদে ২+, ৩+ বা +৬ দশায় জারিত হয়।